মণি লাহিড়ী কলকাতায় জন্মগ্রহণ করেন। তার সমন্ধে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় নি। মণি লাহিড়ী ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন শহীদ ছিলেন। আজকে তার শহীদ দিবসে জানাই সহস্র প্রণাম। বিপ্লবী শহীদ অতুল সেনের কথা এর আগে লিখেছিলাম। তিনি স্টেটসম্যান পত্রিকার ভারতবিদ্বেষী সম্পাদককে হত্যার চেষ্টা করেছিলেন। ৫ই আগস্ট ১৯৩২ সালে, যার কারণে তাকে শহীদ হতে হয়। এই অতুল সেনকে হয়তো অনেকেই জানেন, কিন্তু মণি লাহিড়ীর কথা অনেকের কাছে জানা নেই।
মনি লাহিড়ী বিপ্লবী দলের সদস্য ছিলেন। স্টেটসম্যান পত্রিকার ভারতবিদ্বেষী সম্পাদককে হত্যার চেষ্টা করেছিলেন। সম্পাদক আলফ্রেড ওয়াটসন বিপ্লবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ক্রমাগত প্ররোচিত করত এবং অসম্মানজনক মন্তব্য লিখতো। এর আগে ৫ আগস্ট ১৯৩২ এ বিপ্লবী অতুল সেন এই প্রচেষ্টায় শহীদ হন। পরের মাসেই ২৮শে সেপ্টেম্বর ১৯৩২ বিপ্লবী মনি লাহিড়ী ও তার দুই সঙ্গী গাড়ীতে উপবিষ্ট ওয়াটসনকে গুলি ছোঁড়েন। পুলিশে পাল্টা আক্রমন করলে তারা আক্রমন এড়িয়ে পালাতে গেলে মাঝেরহাটের কাছে তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে।
মণি লাহিড়ীর অন্যতম সাথী বিপ্লবী অনিল ভাদুড়ী মারাত্মকভাবে আহত হন ও মারা যান। আহত অবস্থায় দৌড়ে পালানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান বিপ্লবী মনি লাহিড়ী। "মুক্তির মন্দিরে সোপান তলে, কত প্রাণ হলো বলিদান" সত্যিই সমস্ত বিপ্লবীদের কথা আছো জানা হলো না।
লেখায় - প্রকাশ রায়
0 Comments